Wellcome to National Portal
Main Comtent Skiped

Citizen Charter

* খারিজ ও নামজারীঃ সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করতে হবে (সাথে সার্বিক কাগজপত্র এবং ৫ টাকার কোর্ট ফি)।

* খাস জমি ভূমিহীনদের মাঝে বিতরণঃ সহকারী কমিশনার (ভূমি) বরাবর গণবিজ্ঞপ্তি জারীর পর নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

* মিস কেইসঃ প্রয়োজনীয় কাগজপত্রসহ সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করতে হয় (সাথে ১০/- টাকা কোর্ট ফি)।

* বিবিধ আবেদনঃ প্রয়োজনীয় কাগজপত্রসহ সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করতে হয় (সাথে ১০/- টাকা কোর্ট ফি)।

* সার্টিফিকেট কেইসঃ ভূমি উন্নয়ন কর একাদিক্রমে তিন বছর অনাদায়ী থাকলে সার্টিফিকেট কেস দায়েরের মাধ্যমে আদায়ের ব্যবস্থা করা হয়। অনাদায়ে সংশি­ষ্ট সম্পত্তি বিধি মতে খাস খতিয়ানভূক্ত করা হয়।