নাচোল উপজেলা ভূমি অফিসটি নাচোল রেল ষ্টেশন সংলগ্ন শ্রীরামপুর মৌজার ০১ নং খতিয়ানভূক্ত ১২৩ নং দাগের ০.৩৮ একর জমির উপর অবস্থিত। অফিস প্রধানের নাম সহকারী কমিশনার( ভূমি)। খাস জমি, খারিজ, ভিপি জমি, পুকুর লীজ, সরকারী জমির সীমানা নির্ধারন, সরকারী রাস্তার গাছ কর্তনের অভিযোগ ও সরকারী জমি জমা সংক্রান্ত বিভিন্ন অভিযোগ গ্রহণ করা হয়।এ অফিসের আওতাধীন আরও ০৪টি অফিস আছে যথাঃ- ০১। ইউনিয়ন ভূমি অফিস, নাচোল যাহা নাচোল রেল ষ্টেশন সংলগ্ন। ০২। ইউনিয়ন ভূমি অফিস, নেজামপুর যাহা হাটবাকইল হাট সংলগ্ন। ০৩। ইউনিয়ন ভূমি অফিস, কসবা যাহা খান্দুরা গ্রামে অবস্থিত। ০৪। ইউনিয়ন ভূমি অফিস, ফতেপুর যাহা মল্লিকপুর হাট সংলগ্ন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS